ক্রীড়া প্রতিবেদন:-
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (২২সেপ্টেম্বর)সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন ।
সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাবেক ফুটবলার ও ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া লেবু, রেফারি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, ক্রীড়া সংগঠক মোঃ নূরুল আমিন।এসময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও সিডিএফ নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন দাবা কমিটির সম্পাদক প্রকৌশলী এস এম তারেক।
এদিকে জেলা ক্রীড়া অফিস চট্টগ্রাম আয়োজিত ডেভেলপমেন্ট অ-১৬ ফুটবলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সিটি মেয়র ডাঃ শাহাদাত।
এসময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী আয়োজনের শেষে ডেভেলপমেন্ট অ-১৬ ফুটবলের চ্যাম্পিয়ন, রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।