ঢাকা, ৯ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টা শুল্ক ইস্যুতে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা আজ মঙ্গলবার (৯ জুলাই) শুরু হয়েছে, যা চলবে ১১ জুলাই পর্যন্ত। এই আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (USTR)।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ জুলাই ১৪টি দেশের সরকারপ্রধানের কাছে চিঠি পাঠানোর পর বাংলাদেশই প্রথম দেশগুলোর মধ্যে রয়েছে, যারা নতুন দফার আলোচনায় অংশ নিচ্ছে।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন, যিনি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হচ্ছেন।
এছাড়া বাণিজ্য সচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবসহ সিনিয়র কর্মকর্তারাও ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।
শফিকুল আলম আরও বলেন, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার সফল আলোচনার ধারাবাহিকতায় বাংলাদেশ প্রত্যাশা করছে, পাল্টা শুল্ক বিষয়ে একটি চুক্তি দ্রুতই সম্পাদিত হবে।
সূত্র: বাসস।