ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন আজ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এর পরপরই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
ওয়ানডে সিরিজে স্বাগতিক দলের নেতৃত্বে থাকবেন শাই হোপ, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন কিং। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে বাদ পড়েছেন হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রু। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস।
জাস্টিন গ্রিভস, যিনি টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডে দলে নিজের জায়গা পাকা করেছেন, এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন। পাশাপাশি, প্রথমবারের মতো আমির জাঙ্গুকে ডাক দেওয়া হয়েছে। এই ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও স্থানীয় ক্রিকেটে নজর কেড়েছেন। তিনি এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন এবং তার সাম্প্রতিক ফর্মও দুর্দান্ত—শেষ পাঁচ ইনিংসে তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি শতক রয়েছে তার নামের পাশে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর, সেন্ট কিটস ও নেভিসের রাজধানী বাসেটারে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১০ ও ১২ ডিসেম্বর, একই ভেন্যুতে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ওয়ানডে স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস, রোমারিও শেফার্ড।