বড়াইগ্রামে ঝড়ে দেওয়ার ভেঙ্গে পড়ে মারা গেলেন বিথী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ মে ২০২৫ ০২:২৯ অপরাহ্ণ   |   ৫ বার পঠিত
বড়াইগ্রামে ঝড়ে দেওয়ার ভেঙ্গে পড়ে মারা গেলেন বিথী

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে বাড়ির পুরনো প্রাচীর ধসে পড়ে বিথী (১২) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের আগ্রান গ্রামে ঘটনা ঘটে। মৃত বিথী ওই গ্রামের কৃষক আবু বক্করের বড় মেয়ে। স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শুরু হয় প্রবল ঝড় ও ভারী বর্ষণ সে সময় বিথি বাড়ির পাশে টিউবওয়েলে হাত-পা ধুচ্ছিল। আকস্মিক ঝড়ো হাওয়ায় ঘরের পাশের পুরনো ও দুর্বল একটি প্রাচীর বিকট শব্দে ধসে পড়ে তার উপর। মুহূর্তেই মেয়েটি দেওয়ালের নিচে চাপা পড়ে যায়।
 

বিথির স্বজন ও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে দেওয়ালের ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করেন এবং বনপাড়া বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের


চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিথির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। #নাটোর