মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে জরিমানা

প্রকাশকালঃ ২৯ নভেম্বর ২০২৪ ০১:৪৬ অপরাহ্ণ ০ বার পঠিত
মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের দায়ে ৩ দোকানিকে জরিমানা

ঢাকা প্রেস
মোঃ সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পৌর এলাকায় মেয়াদোত্তীর্ণ কৃষিজ পণ্য কীটনাশক মালামাল বাজারজাত করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। 

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরের পুরাতন বাজারে এ অভিযান চালানো হয়।

 

এসময় পৌর বাজারে জয়শ্রী সার বিতান, সাহা ট্রেডার্স এবং কলেজ মোড়ের রইস সিড ফার্মে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।