কারাবন্দি সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন চমেকে ভর্তি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ণ   |   ৬৮ বার পঠিত
কারাবন্দি সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন চমেকে ভর্তি

চট্টগ্রাম প্রতিনিধি:-

 

কারাবন্দি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। প্রবীণ এই রাজনীতিবিদ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। একই দাবি জানিয়েছে তাঁর পরিবারও।
 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদ হাসান জানান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বয়সজনিত নানা সমস্যা রয়েছে, যার মধ্যে ডিমেনশিয়া অন্যতম। তাঁকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকালে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে, যা একটি রুটিন চেকআপের অংশ।
 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, মোশাররফ হোসেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ডিমেনশিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁকে চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
 

গ্রেপ্তারের পর থেকেই মোশাররফ হোসেনের স্বাস্থ্যের অবনতি হওয়ার খবর আসছিল। এ নিয়ে তাঁর পরিবার একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে। তাঁর সুচিকিৎসা এবং জামিনের দাবিতে পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।
 

পরিবারের সদস্যরা জানান, ডিমেনশিয়ার কারণে তিনি অনেক কিছুই মনে রাখতে পারেন না। দীর্ঘদিন কারাবন্দি থাকায় একাকিত্বের প্রভাব তাঁর স্বাস্থ্যের আরও অবনতি ঘটাচ্ছে। ফলে কিছুদিন আগেও পরিবারের পক্ষ থেকে তাঁর জামিন ও উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্র ও সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল।
 

প্রসঙ্গত, পল্টন থানার একটি হত্যা মামলায় গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রবীণ নেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন।