গত বুধবার (২১ আগস্ট) দুপুরে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এর প্রধান কার্যালয়ে এক দুঃসাহসিক ঘটনা ঘটে। প্রায় ২০-৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে কর্মস্থলে ঢুকে পড়ে। তারা সংস্থার চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে বিভিন্ন দাবি জানায় এবং বড় অঙ্কের চাঁদা দাবি করে।
চাঁদা না দেওয়ার কারণে দুর্বৃত্তরা কর্মচারীদের হুমকি দিয়ে অশান্তি সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কর্মচারীরা একজন দুর্বৃত্তকে আটক করে। পরে তাকে পিটুনি দিয়ে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ প্রাথমিকভাবে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
এই ঘটনায় বিএসইসি কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছে। তারা দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।