বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে আইসিসির কোনো উদ্বেগ নেই

প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে আইসিসির কোনো উদ্বেগ নেই

বাংলাদেশের মাটিতে চলতি বছরের অক্টোবরে বসতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে আইসিসির কোনো উদ্বেগ নেই বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির সভায় যোগ দিয়ে দেশে ফিরেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির উদ্বেগ আছে বলে আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যমে  প্রচার করা হয়েছে। 

 

কিন্তু আইসিসির সভায় এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। ক্রীড়া মন্ত্রণালয়ে সাংবাদিকদের পাপন বলেন, ‘আইসিসি বুঝতে পেরেছে, বাংলাদেশে সবকিছু ঠিকঠাক আছে।’ আগামী ৩ থেকে ২০ অক্টোবর ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাপন আরও জানান, সভায় তাকে দেখে আইসিসির উদ্বেগ কেটে গেছে। তিনি বলেন, ‘আমি যখন সেখানে (শ্রীলঙ্কা) গিয়েছিলাম তখন দেশের অস্থিরতা চলছিল।

 

বাংলাদেশের বাইরে যোগাযোগের অবস্থা ছিল না। এমন খবর দেখে চিন্তিত হয়ে পড়েন তারা। আমাকে দেখার পর তারা বুঝতে পারেন যে, সব ঠিক আছে। এরপর আইসিসির সভায় এ নিয়ে কোন কথাই  হয়নি।’  আগামী অক্টোবরে আইসিসির পরবর্তী সভা ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবি  প্রধান। ওই সভাতেই আইসিসির নতুন কমিটি নির্বাচিত হতে পারে বলেও জানান তিনি। পাপন বলেন, ‘আইসিসির পরবর্তী বোর্ড সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। এখানে নির্বাচনও হওয়ার কথা।’