ঢাকা প্রেস নিউজ
সারাদেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণে অভিযুক্তদের বিচারের দাবি জানান।
রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় শহীদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সজিব তালুকদারের সঞ্চালনায় শিক্ষার্থীরা ধর্ষণের অভিযুক্তদের দ্রুত ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে ছিনতাই ও সন্ত্রাস দমনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিবিড় ভূঁইয়া বলেন, "৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব, যাতে প্রতিটি মানুষ তার অধিকার আদায়ের আন্দোলন করতে পারে ও নিরাপদে চলাফেরা করতে পারে। অন্যথায় সরকার জনগণের আস্থা হারাবে।"
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, "যদি স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে আমরা তাকে ক্ষমতা থেকে অপসারণে বাধ্য করবো। আমরা ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে আন্দোলন করছি, কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়।"
তিনি আরও বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করে পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করতে হবে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"