ঢাকা প্রেস
অনলান ডেস্ক:-
ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দেশটিতে হিন্দু মন্দির ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটলেও, সাধারণ মুসলমানরা হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় এগিয়ে এসেছেন।
একটি টক শোতে অংশগ্রহণ করে থারুর বলেন, "শেখ হাসিনা আমাদের দীর্ঘদিনের বন্ধু। তাকে আশ্রয় দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ছিল।" তিনি আরও যোগ করেন যে, বাংলাদেশে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারের প্রতি তিনি আশাবাদী।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোকপাত করে থারুর বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের মূল ভিত্তি হল বাংলাদেশের জনগণের কল্যাণ। তিনি আরও বলেন, "আমরা ১৯৭১ সাল থেকেই বাংলাদেশের জনগণের পাশে আছি।"
অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা করতে গিয়ে থারুর বলেন, "আমাদের উদ্বেগ ছিল, পাকিস্তান এবং চীন এই পরিস্থিতি কাজে লাগাতে পারে। তবে ইউনূসের প্রাথমিক বিবৃতি থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি শান্তি এবং সংখ্যালঘুদের সুরক্ষার কথা বলেছেন।"
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে তিনি বলেন, "আমরা যদি তাকে সাহায্য না করতাম তাহলে এটা ভারতের জন্য কলঙ্কজনক হতো।"