বন্যার্তদের পাশে সুইডেন: ১.৮৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা

প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৬:২৬ অপরাহ্ণ ৪৯৩ বার পঠিত
বন্যার্তদের পাশে সুইডেন: ১.৮৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে সুইডেন। দেশটি ১.৮৫ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ২২.২ কোটি টাকা) একটি বড় অংকের মানবিক সহায়তা ঘোষণা করেছে।
 

সুইডেনের এই সহায়তা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, ইসলামিক রিলিফ, ডেনিশ রিফিউজি কাউন্সিল এবং অ্যাকশন অ্যাগেনস্ট হাঙ্গারের মতো বিশ্বব্যাপী পরিচিত মানবিক সংস্থাগুলোর মাধ্যমে বন্যাক্ষত এলাকায় পৌঁছে দেওয়া হবে। এই তহবিল দিয়ে ক্ষতিগ্রস্তদের খাদ্য, আশ্রয় এবং স্বাস্থ্যসেবা সহ জরুরি সহায়তা প্রদান করা হবে।
 

এছাড়াও, সুইডেন বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডাব্লিউএফপি) কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কক্সবাজারের প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার অনুমতি দিয়েছে।
 

উল্লেখ্য,সুইডেন বিশ্বব্যাপী মানবিক সহায়তার একটি প্রধান দাতা। জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ডের (সিইআরএফ)ও তারা শীর্ষ দাতা। এই ফান্ড সম্প্রতি বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য চার মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
 

মোট মিলিয়ে, ২০১৪ সালে বাংলাদেশে সুইডেনের মানবিক সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১২.২ মিলিয়ন মার্কিন ডলারে।
 

এই উদার সহায়তার মাধ্যমে সুইডেন বাংলাদেশের মানুষের কাছে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ দিয়েছে।