রাজধানীর সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশের ওপর হামলা চালিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তেই ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মিছিল সহকারে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন। কিছুক্ষণ পর, ৩টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করেই তারা সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এ সময় কয়েকটি সরকারি গাড়ির কাচ ভাঙচুর করেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। লাঠিচার্জের মাধ্যমে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভবন-০৫ এর সামনে এক পুলিশ সদস্যকে ঘিরে পেটাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। পরে পুলিশ সদস্যরা পাল্টা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সভাপতি আব্দুল কাদের এক ফেসবুক পোস্টে লিখেছেন, "এরা কারা? কী চায়? আজ সকাল থেকেই কিছু মানুষ কেন এইভাবে অনলাইনে উসকানি দিচ্ছেন? আপনারাও কী চান?"