ভারতের সামরিক অভিযানে পাকিস্তানের বাহাওয়ালপুরে সুবাহান আল্লাহ মসজিদে ভয়াবহ হামলায় নিহত হয়েছেন জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য এবং তার তিনজন ঘনিষ্ঠ সহযোগী। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জেইএম-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি এবং পরিবারের পাঁচ শিশু সদস্য। এছাড়াও নিহতদের মধ্যে আছেন আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী ও তাদের একজনের মা।
জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত মাওলানা মাসুদ আজহার বর্তমানে পাকিস্তানেই অবস্থান করছেন। তার নেতৃত্বাধীন জঙ্গি সংগঠন জেইএম ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতশাসিত কাশ্মীরে আত্মঘাতী হামলা চালিয়েছিল, যাতে ৪০ জন ভারতীয় নিরাপত্তা কর্মী নিহত হন। ওই হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়, যা যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছায়।
সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল, যখন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভারত 'অপারেশন সিঁদুর' নামে একটি সামরিক অভিযান চালায়। মঙ্গলবার মধ্যরাতে চালানো এই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে আঘাত হানা হয় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।