ছাত্রদের আন্দোলন নিয়ে অভিনেত্রী শাওনের মন্তব্য

প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৬:৫৯ অপরাহ্ণ ০ বার পঠিত
ছাত্রদের আন্দোলন নিয়ে অভিনেত্রী শাওনের মন্তব্য

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে রাজপথে আন্দোলনে নামছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। আজ এক দাবি, তো কাল অন্য দাবিতে সৃষ্ট হচ্ছে বিশৃঙ্খলা। বলা যায়, ঢাকা এখন যেন আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে।
 

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা, যার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে লাঠি হাতে লংমার্চ করছে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে অনুষ্ঠিত হচ্ছে। এতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়, যার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
 


এই প্রেক্ষাপটে সমসাময়িক নানা বিষয়ে সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ফেসবুকে লিখেছেন,
"‘ছাত্রনং অধ্যয়নং তপঃ’—এই সংস্কৃত শ্লোকটি এখন ‘ছাত্রনং আন্দোলনং তপঃ’ করে তোলার সময় এসেছে।"

 

শাওনের এই মন্তব্যের সঙ্গে তার অনেক অনুসারী একমত হয়েছেন। কেউ মন্তব্য করেছেন, "আন্দোলন দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি।" আবার কেউ রসিকতা করে লিখেছেন, "এটানং সময়েরনং দাবিনং তপঃ।"
 

এর আগে আন্দোলন ও সংঘর্ষের বিষয়ে শাওন আরও একটি মন্তব্য করেন। তিনি লেখেন,
"আজ কোথাও কোনো কর্মসূচি, আন্দোলন বা বিক্ষোভ নেই! ফেসবুকে কোনো সাড়া-শব্দ পাচ্ছি না। ঢাকার ট্রাফিক আপডেটের মতো ‘আন্দোলন আপডেট’ নিয়ে একটি অ্যাপ তৈরি করা জরুরি।"

এই মন্তব্যও তার অনুসারীদের মধ্যে বেশ সাড়া ফেলে।

 

শাওনের এসব বক্তব্যের মাধ্যমে বর্তমান সময়ে রাজধানীর আন্দোলনমুখর পরিস্থিতি নিয়ে একটি ব্যঙ্গাত্মক চিত্র উঠে এসেছে।