আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম-১ আসনের (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম হোসেন সওদাগরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) কুড়িগ্রাম সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক এমপি ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী সাগর, সাবেক ছাত্রলীগ নেতা এসএম নাজমুল ইসলাম, উলিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রুবেল এবং সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। এদের মধ্যে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামিদের বিরুদ্ধে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র করার অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ সকল অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের কয়েকটি ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে আসামিরা সদরের ভোগডাঙা ইউনিয়নের মধ্যকুমরপুর এমএল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়ে জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের জন্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিল। এ ছাড়াও আসামিরা রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, আসামিদের গোপন পরিকল্পনা ও একত্রিত হওয়ার খবর জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় এজাহারনামীয় আসামি ছাড়াও অজ্ঞাত আরও ১০-১৫ জন পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে থাকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম পুলিশের হাতে গ্রেফতার হন। তার জবানবন্দিতে অপর আসামিদের নাম জানতে পারে পুলিশ।
তবে সাবেক এমপি আসলাম হোসেন সওদাগরের পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি এলাকাছাড়া। এ ছাড়াও জেলা যুবলীগ আহ্বায়ক রুহুল আমিন দুলালসহ অন্য আসামিরাও এলাকাছাড়া বলে একাধিক সূত্রে জানা গেছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।’