ঢাকা প্রেস নিউজ
ভারতের কলকাতা শহরে হারানো একটি আইফোন চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশ। শনিবার নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকার জলসা মার্কেটে অভিযান পরিচালনা করে ওই ফোনটি উদ্ধার করা হয়।
কলকাতার মহেশতলা থানা এলাকার জিনজিরা বাজার থেকে দীপান্বিতা সরকারের একটি আইফোন-১৪ প্লাস মোবাইল ফোন চুরি হয়ে যায়। দীপান্বিতা মহেশতলা থানায় জিডি করেন এবং তার ফোনটি ট্র্যাক করতে সক্ষম হন যেটি চট্টগ্রামে চালু করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাহায্যে, মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ চোরাই মোবাইল সনাক্ত করে এবং উদ্ধার করে। চট্টগ্রামের এক ব্যবসায়ী, যিনি চোরাই মোবাইল সিন্ডিকেটের সাথে যুক্ত ছিলেন, গোয়েন্দাদের কাছে ফোনটি বুঝিয়ে দেন। উদ্ধারের পর, ফোনটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দীপান্বিতা সরকারের কাছে ফেরত দেওয়া হয়।
চোরাই মোবাইল সিন্ডিকেট ভারত থেকে চুরি করা মোবাইল ফোন চট্টগ্রামে বিক্রি করে। এই সিন্ডিকেটটি বাংলাদেশে চুরি হওয়া দামি মোবাইল ফোন ভারত ও ভুটানে পাচার করে। মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ চোরাই মোবাইল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।