ঢাকা প্রেস
বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ):-
সুনামগঞ্জের হাওর অঞ্চলে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসানে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবশেষে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। চারটি বিষয়ে ১২৮ জন শিক্ষার্থী নিয়ে এই নতুন শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে।
গত সোমবার, উপাচার্য মো. আবু নঈম শেখ এই তথ্য নিশ্চিত করেছেন। শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউটে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। প্রতিষ্ঠানটিতে কম্পিউটার সায়েন্স, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত বিভাগে শিক্ষাদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটায় কিছু আসন রেখে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছেন, আগামী দিনে স্থানীয় শিক্ষার্থীদের ভর্তির হার আরও বাড়বে।
উপাচার্য মো. আবু নঈম শেখ মন্তব্য করেছেন, "সুনামগঞ্জের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এই বিশ্ববিদ্যালয় হাওর অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"