ভারতে ইলিশ রপ্তানি: বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৪ অপরাহ্ণ ৪৯৭ বার পঠিত
ভারতে ইলিশ রপ্তানি: বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

ঢাকা প্রেস নিউজ

 

সুপ্রিম কোর্টের এক আইনজীবী ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) মো. মাহমুদুল হাসান নামে ওই আইনজীবী বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে এই নোটিশ পাঠান।

 

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ভারতের বিশাল সমুদ্রসীমা থাকা সত্ত্বেও তারা বাংলাদেশের পদ্মা নদীর সুস্বাদু ইলিশ মাছ আমদানি করে। বাংলাদেশী এজেন্টরা এবং রপ্তানিকারকরা সারা বছর ধরে পদ্মার ইলিশ মজুদ করে রেখে ভারতে পাচার করে থাকে। ফলে দেশের মানুষ পদ্মার ইলিশ থেকে বঞ্চিত হচ্ছে।
 

আইনজীবী মাহমুদুল হাসান আরও বলেন, "বাংলাদেশের রপ্তানি নীতি অনুযায়ী ইলিশ মুক্তভাবে রপ্তানি যোগ্য কোনো মাছ নয়। সরকারের এই সিদ্ধান্ত দেশের জনগণের স্বার্থবিরোধী।"
 

তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের স্বার্থ রক্ষার পরিবর্তে ভারতের পক্ষে কাজ করছে। নোটিশে তিনি সরকারকে তিন দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন। অন্যথায় তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করবেন।