ইশতিয়াক আহমেদের পরিচালনায় নতুন নাটক গোলাপজল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ মে ২০২৪ ০২:৫৮ অপরাহ্ণ   |   ১২৮৬ বার পঠিত
ইশতিয়াক আহমেদের পরিচালনায় নতুন নাটক গোলাপজল

ঢাকা প্রেসঃ
প্রথমবারের মতো সিনেমা হলে এসেছিল মীরা। সেখানেই তার সাক্ষাৎ হয় রাফসানের সাথে। মীরার মায়াবী চেহারা ও চোখের দৃষ্টিতে মুগ্ধ হয়ে পড়ে রাফসান। এরপর সিনেমা হল, মীরার জীবন, পরিবার নিয়ে এগিয়ে যায় গল্প। ধীরে ধীরে বেরিয়ে আসে মীরার জীবনের নানা সংকটের কাহিনী। রাফসান ক্রমশ সেসব সংকটের সাথে জড়িয়ে পড়ে। এই জটিলতা নিয়েই এগিয়ে যায় পুরো গল্প।

অভিনয়:

  • রাফসান চরিত্রে: পার্থ শেখ
  • মীরা চরিত্রে: রুকাইয়া জাহান চমক
  • এছাড়াও অভিনয় করেছেন: রওনক রিপন, শোয়েব মনির, নাবিলা আলম পলিন, প্রিয়ন্তি গোমেজ, তানভীর আনজুম, বাদশাহ ও আরও অনেকে।

নির্মাণ:

  • গল্প, চিত্রনাট্য ও পরিচালনা: ইশতিয়াক আহমেদ
  • প্রযোজনা: আসিফ ইকবাল

প্রচার:

  • পার্থ শেখ বলেন, "ইশতিয়াক ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। নাটকটার গল্প, প্লট আমার কাছে দারুণ লেগেছে। বেশ কিছু সুন্দর লোকেশনে আমরা শুট করেছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে নাটকটি।"
  • রুকাইয়া জাহান চমক বলেন, "নাটকটিতে আমি অভিনয় করেছি মীরা চরিত্রে। যে মেয়ের জীবনে নানান সংকট। ভাংচুর। নিজের সেই সমস্যা নিয়ে পুরো গল্পে জড়িয়ে থাকি আমি। এক কথায় গল্পটা ভালো লেগেছে আমার। আমি প্রচন্ড আগ্রহী যে দর্শকরা কেমন সাড়া জানায় তা নিয়ে।"

প্রিমিয়ার:

  • শিগগিরই গাংচিল সিনেমা এন্ড ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

 

  • নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে ধারণ করা হয়েছে নাটকের দৃশ্য।