বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হলো

প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৪ ০৩:০১ অপরাহ্ণ ৩৩১ বার পঠিত
বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হলো

ঢাকা প্রেস নিউজ
 

আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস পর, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে।
 

সোমবার (১১ নভেম্বর) দুপুরে অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের, ৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের লজ্জার যে ৫ আগস্টের পরও বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। তবে, মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না।"
 

 

মাহফুজ আলম আরও লিখেছেন, "শেখ মুজিব ও তার কন্যা অগণতান্ত্রিক ’৭২-এর সংবিধান, দুর্ভিক্ষ, বিলিয়ন কোটি টাকা পাচার এবং ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যার (৭২-৭৫, ২০০৯-২০২৪) জন্য যা করেছেন, তার জন্য আওয়ামী লীগকে স্বীকার করে ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা ’৭১-এর আগের শেখ মুজিবের কথা স্মরণ করতে পারব।"
 

শেষে তিনি বলেন, "ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের ক্ষমা বা পুনর্মিলন হবে না।"
 

উল্লেখ্য, এর আগে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিন নতুন উপদেষ্টা শপথ নেন। তারা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শপথ অনুষ্ঠানে শেখ মুজিবের ছবি টাঙানো থাকায় সমালোচনা শুরু হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর আজ বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো হলো।