ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
দৈনিক সংগ্রাম" দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই বেঁচে আছে। সংগ্রামের সাথে যারা অতীতে ছিলেন, এখনো আছেন এবং আগামীতে থাকবেন তাদের সকলের জন্য শুভকামনা।
দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তি ও ৫১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আগামী সংসদ নির্বাচনে পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু উপরোক্ত কথা বলেন।এছাড়াও দৈনিক সংগ্রামের পথচলার সুদীর্ঘ ৫০ বছরের উত্থান-পতন, ঘাত-প্রতিঘাতের নানা ইতিবৃত্ত তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) পলাশবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"সত্যের সংগ্রামে নিবেদিত"এ স্লোগানকে সামনে রেখে দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্থানীয় এজেন্ট,হকার ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে উৎযাপিত হলো দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক শাহ আলম সরকারের সভাপতিত্বে ও পলাশবাড়ী উপজেলা সংবাদদাতা মোঃফেরদাউছ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন,পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্রো,উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,সেক্রেটারী সাখোওয়াত হোসেন,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশণ সভাপতি খাইরুল ইসলাম চান,পলাশবাড়ী পৌর আমীর মাওঃ ইয়াহিয়া,মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ,রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,
প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সহ-সেক্রেটারী হাসিবুর রহমান স্বপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,এজেন্ট আব্দুর রহিম,সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান ও সাদেকুল ইসলাম রুবেল প্রমুখ।