তোফাজ্জলের ঘটনায় নির্মিত নাটক তোফাজ্জলের শেষ ভাত মুক্তি

প্রকাশকালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩০ অপরাহ্ণ ৪৭৪ বার পঠিত
তোফাজ্জলের ঘটনায় নির্মিত নাটক তোফাজ্জলের শেষ ভাত মুক্তি

ঢাকা প্রেস
বিনোদন প্রতিবেদক:-


 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’ আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে। খলিলুর রহমান কচির পরিচালিত এই নাটকটি ইমরান হা-শো ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
 

গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে মারা যান তোফাজ্জল হোসেন। এই নৃশংস ঘটনাটি দেশবাসীর মনে গভীর চাঞ্চল্য সৃষ্টি করে। এই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই নাটক।
 

নাটকে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইমরান। তিনি বলেন, “একজন নিরাপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে! মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।”
 

নাটকে ইমরান ছাড়াও অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বরিশালের বাদল, এরশাদ মন্ডল, শান্তা পাল, মিরাজসহ অনেকে।
 

আফতাব নগরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।