বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশকালঃ ৩১ ডিসেম্বর ২০২৩ ০১:৩০ অপরাহ্ণ ১৩৯ বার পঠিত
বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ রোববার সকালে তিনি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতেই দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। ভালোভাবে লেখাপড়া শিখে আজকের শিশুদের মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে।

শেখ হাসিনা বলেন, কর্মসংস্থান বাড়াতে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তিজ্ঞান সম্পন্ন জাতি গঠনে তৃণমূল পর্যায় থেকে ব্যাপক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বহুমুখী শিক্ষা দিয়ে একটি আধুনিক স্মার্ট জাতি ও দেশ গড়তে কাজ চালানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার জন্য যত বিনিয়োগ দরকার, তার সবটুকু দেওয়া হবে।

এ সময় শিশুদের বই পড়ার অভ্যাস গঠনে নজর দিতে ও যত্নশীল হতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন।