সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে উদ্ধার ১০০ বোতল ফেন্সিডিল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জুন ২০২৪ ০৭:১৪ অপরাহ্ণ   |   ১০৪৭ বার পঠিত
সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে উদ্ধার ১০০ বোতল ফেন্সিডিল

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (০৯ জুন) দুপুরে উপজেলার থানা রোডের গার্লস স্কুল মোড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর এজেন্সি ম‍্যানেজার এমদাদুল হক পাভেল এর গুদামঘর থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

 

তবে এঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গোপনসূত্রে খবর পেয়ে একটি কুরিয়ার সার্ভিসের গুদাম ঘরে অভিযান চালিয়ে ফেন্সিডিল আটক করা হয়েছে। মালিককে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।