কাইয়ুম চৌধুরী:
সীতাকুণ্ড পৌরসভা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় এল কে সিদ্দিকী স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে সীতাকুণ্ড পৌর বিএনপির সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে এবং সাবেক কাউন্সিলর মোঃ সেলিম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইউছুফ নিজামী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ সলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, পৌর বিএনপি নেতা মোঃ আশরাফ, বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি সাজ্জাদ হোসেন রফিক, ছাত্রদল নেতা মোঃ বকতেয়ার ও ইসমাইল সিরাজী।
এছাড়াও পৌর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ড স্টেশন মসজিদের পেশ ইমাম মাওলানা শাহাদাৎ হোসেন।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি দীর্ঘদিন গৃহবন্দি ও কারাবরণসহ নানা ত্যাগ স্বীকার করেছেন। বক্তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন।