ডেস্ক নিউজ, চট্টগ্রাম, ঢাকা প্রেস:-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর (সোমবার) দুপুর ও রাতে নিউমুরিং, এমপিভি রোড, সল্টগোলা রেলক্রসিং ও সিইপিজেড এলাকায় প্রায় পাঁচ শতাধিক দুস্থ, অসহায় ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়। কেন্দ্র ও চট্টগ্রাম মহানগর যুবদলের নির্দেশে এ কর্মসূচি পালন করেন স্থানীয় যুবদল নেতৃবৃন্দ।

খাবার বিতরণ কর্মসূচি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইপিজেড থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নূর উদ্দিন শরীফ দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. তাজুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা হত্যাযজ্ঞের সেই ন্যাক্কারজনক ঘটনাটি এখনো দেশবাসীর মনে গেঁথে আছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সেই বর্বরতা আর কখনো যেন ফিরে না আসে, সেজন্য তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তিনি যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবনেতা মো. শাহীন আলম, মো. আসাদ আবেদীন, মো. জোবায়েত রনি, ৩৯নং ওয়ার্ড যুবদলের নেতা মো. সাজ্জাদ হোসেন, মো. রুবেল, মো. হিরো, মো. দিদারসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিকেলে আনন্দ মিছিলসহ প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।