ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন (১) ধানমন্ডি লেক ও লেক সংলগ্ন সেক্টর-৫, (২) নগর ভবনস্থ জেনারেল ও অফিসার্স ক্যান্টিন, (৩) (ক) নিউ মার্কেট পোস্ট অফিস হতে বিশ্বাস টাওয়ার মোড় পর্যন্ত (মুরগী বাজার) রাস্তার পশ্চিম পার্শ্বে গাড়ি পার্কিং-৩০টি, (খ) নিউ মার্কেট নীলক্ষেত মোড় হতে বটতলা পর্যন্ত রাস্তার দক্ষিণ ও উত্তর পার্শ্বে-২৬০টি, (গ) বিশ্বাস টাওয়ার মোড় হতে নিউমার্কেট ডি ব্লক (মুদি মার্কেট) রাস্তার উত্তর পার্শ্বে-১১০ টি, ঘ) চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের রাস্তায়-৪০টি (ঙ) দক্ষিণ সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রীজের নিচে মোটর সাইকেল পার্কিং সংখ্যা-৯০টি এবং (চ) ঢাকা নিউ সুপার মার্কেট টয়লেটের রাস্তার উত্তর পার্শ্বে মোটর সাইকেল পার্কিং-৩২ টি কার পার্কিং এর বাৎসরিক ভিত্তিতে ইজারার লক্ষ্যে আজ ০৪/০৮/২০২৫ খ্রি. তারিখ বেলা ০২.৩০ ঘটিকায় নগর ভবনস্থ ৩২৫ নং (৩য় তলা) কক্ষে ১ম পর্যায়ে প্রাপ্ত দরপত্রসমূহ উন্মুক্ত করা হয়।
উক্ত উন্মুক্তকরণ সভায় উল্লেখযোগ্য নিউ মার্কেট পার্কিং (মোট ৫৬২ টি পার্কিং) এর অনুকূলে "ব্রাদার্স বন্ড সলিউশন (সত্ত্বাধিকারীঃ রাশেদ মাহমুদ)" কর্তৃক সর্বোচ্চ দরদাতা হয়েছে। এছাড়াও ধানমন্ডি লেক ও লেক সংলগ্ন সেক্টর-৫ এর সাইফুল ইসলাম সর্বোচ্চ দরদাতা হয়েছেন।