ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ১/২ দিনে আ: লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের ২৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ..!
বৃহস্পতিবার থেকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ তারিখ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. মোক্তার আলম (৩৬), মো. কামাল হোসেন (৪৪), মো. কোরবান প্রকাশ কোরবান আলী (২৪), চন্ডীপুর ইউপি যুবলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক হুমায়ুন কবির (৫৭), মো. সাজন মিয়া (৩৭), ইফরান উদ্দিন চৌধুরী (৩১), মো. আরকান উদ্দিন (২০), এস এম আলমগীর রানা (৫২), মো. রাসেল (২৫), মো. ইসতিয়াক হাসান ইমন (২৭), নাজের উদ্দিন প্রকাশ নুরু (৫৬), মো. শাহাব উদ্দিন (২৬), মো. হাসান (২৪), মো. তানভীর (২০), মো. আলামিন (২১), মো. শফি আলম প্রকাশ বাদশা (৪৭), মোহাম্মদ আলী (৪০), মো. জুলহাস (১৯), মো. শাহীন আলম (১৯), মো. সোহেল (৩৫), মো. হাসান (২৫), মো. সুমন (২৪), ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠক নিজামুল হক নিজাম (৩৫), সাজ্জাদ আলম বাপ্পি (৩৩) ও কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক (৪০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ২৫ জনকে গ্রেপ্তার করা রয়েছে।
এছাড়া ও চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ নুরুকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি বলেন, নুর মোহাম্মদ নুরু নামে একজন কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি সদর দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য ও ছবি... ।