 
                            
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
প্রতিশ্রুতি বদ্ধ,ইসলামি শরিয়া মোতাবেক পরিচালিত নাটোরের বড়াইগ্রামের  বনপাড়া পৌরসভায় "আপন ছোঁয়া প্রোপাটিজ লিঃ" এর ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।শনিবার সন্ধ্যার পর নিজস্ব প্রজেক্ট মালিপাড়া আপন ছোঁয়া হোক পার্কে উদযাপন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল জান্নাত ফেরদৌস, উক্ত প্রতিষ্টানেের লিগ্যাল এ্যাডভাইজার এ্যাডভোকেট শহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলমগীর হোসেন,এই সময় বক্তব্য দেন উপদেষ্টা মন্ডলির প্রধান সাবেক মাঝগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান, উক্তি প্রতিষ্ঠানের এমডি মানিক মিয়াজী, শরিয়া বোর্ডের প্রধান মাওলানা রেজাউল করিম, উক্ত প্রতিষ্ঠানের ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান পারভেল,ডক্টর সজিবুর রহমান পান।
উক্তি প্রতিষ্ঠানের এমডি মানিক মিয়াজী বলেন, প্রতিশ্রুতিবদ্ধ ও ইসলামের শরীয়ত মোতাবেক আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করব।গত বছর এই প্রতিষ্টান আমরা চালু করি।যে ওয়াদা করেছিলাম তার বেশিরভাগ পালন করেছি।প্রথমে আমরা যায়গা নির্বাচন করে মালিপাড়া আফতাব ফিড মিলের সামনে কাফেটেরিয়ার ও স্পোটস জোন ও হোক পার্ক চালু করেছি সাথে একটি আইসক্রিম ফ্যাক্টরী চালু করেছি। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হিসাবে বনপাড়া উপশহর,দয়ারামপুর ও নাটোরে হোম পার্ক করবো।
এ ছাড়া আমরা সামাজিক কাজ শুরু করছি এবং একটি মোনাফার অংশ সামাজিক কাজে জন্য রাখছি।
উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য,পরিচালক ও শরিয়া বোর্ডের সদস্যসহ এলাকার শিক্ষক, সুধি সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।                          
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    