সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় অগ্নিকাণ্ড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০১:০৯ অপরাহ্ণ   |   ৩৪৩ বার পঠিত
সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
 

বুধবার (১৫ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার বউ বাজার শান্তিনগরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন।
 

স্থানীয়রা জানান, শান্তিনগর এলাকায় নূরে আলমের মালিকানাধীন একটি সুতার কারখানায় প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি প্লাস্টিক কারখানায়। এতে উভয় কারখানার সব পণ্য সম্পূর্ণ পুড়ে যায়।
 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, "আমরা ছয়টি ইউনিটের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।"