সিলেট নগরীর মাছিমপুর-মেন্দিবাগ এলাকায় শুক্রবার (১১ এপ্রিল) গভীর রাতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় অন্তত ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং বিএনপি নেতা আজিজুল হোসেন আজিজসহ পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাছিমপুর এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজ ও ছাত্রলীগ কর্মী অপু’র মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বিএনপি নেতাকর্মীরা সাবেক কাউন্সিলর শারমিন আক্তার সুমির বাসার সামনে মিছিল নিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয় এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতারা। পরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারাও সেখানে উপস্থিত হয়ে হামলাকারীদের খুঁজতে থাকেন।
রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে ট্রাকে করে ভাঙচুর করা মোটরসাইকেলগুলো সরিয়ে নেওয়া হয়। শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক।
এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, “চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী অভিযোগ করে বলেন, “বিএনপি নেতা আজিজের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।”