নওগাঁয় সব ধরনের চালের দাম বৃদ্ধি

প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০২:৪২ অপরাহ্ণ ০ বার পঠিত
নওগাঁয় সব ধরনের চালের দাম বৃদ্ধি

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর বাজারে সব ধরনের চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খুচরা বাজারে প্রকারভেদে চালের দাম কেজি প্রতি ৩-১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে পৌর এলাকার খুচরা ও পাইকারি বাজার পরিদর্শনে দেখা যায়, চিকন জাতের কাটারি চাল বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকা, জিরাশাইল চাল ৬৬-৭০ টাকা এবং মোটা জাতের স্বর্ণা-৫ চাল ৫৬-৬০ টাকা প্রতি কেজি দরে।
 

ব্যবসায়ীরা জানান, মিল মালিকদের কাছ থেকে চালের বস্তা প্রতি ৩০০-৪০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে, যার ফলে খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। কাটারি চাল, যা গত সপ্তাহে ৩৪০০-৩৫০০ টাকা বস্তা ছিল, এবার তা বেড়ে ৩৯০০-৪০০০ টাকায় পৌঁছেছে। এর ফলে খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম ৩-৪ টাকা বাড়ছে।
 

ভোক্তাদের অভিযোগ, সপ্তাহে সপ্তাহে নানান অজুহাতে চালের দাম বাড়ছে, শুধু চালই নয়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। চিকন জাতের চালের দাম আরও বেশি বেড়ে তাদের দৈনন্দিন জীবনযাপনে জটিলতা সৃষ্টি করছে। তারা সরকারি মনিটরিং জোরদার করা এবং স্বল্পমূল্যে চাল বিক্রির দাবি জানিয়েছেন।
 

মিল মালিকদের দাবি, আমন ধানের উৎপাদন কম হওয়ায় ধানের দাম বেড়েছে, যার প্রভাব চালের বাজারেও পড়েছে। তারা বাজার মনিটরিং বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
 

চালের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের দৈনন্দিন জীবনে চাল কিনতে গিয়ে অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনায়ও বাধা তৈরি হচ্ছে।