পুনর্বাসনের কারণেই বিশ্বকাপে খেলা হচ্ছে না এবাদতের

প্রকাশকালঃ ৩০ আগu ২০২৩ ০৬:০৪ অপরাহ্ণ ২৯০ বার পঠিত
পুনর্বাসনের কারণেই বিশ্বকাপে খেলা হচ্ছে না এবাদতের

বুধবার সকালে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচারে যান পেসার এবাদত হোসেন। সেখান থেকেই নিজের ফেসবুকে লিখেছেন, ‘জীবনে প্রথমবার অপারেশন টেবিলে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।

এবাদতের অস্ত্রোপচার চলছে। শেষ হলে পুনর্বাসন পরিকল্পনা করা হবে। সেই পুনর্বাসনের কারণেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপ মিস করবেন এই পেসার। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন এবাদত।


আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে চোট পেয়েছিলেন তিনি। এরপর দেশের মাটিতেই চলেছিল তার চিকিৎসা। কিন্তু চোট সেরে না ওঠায় বাড়তে থাকে দুশ্চিন্তা। শেষ পর্যন্ত লন্ডনে যেতে হয়েছে এবাদতের।

এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডেও ছিলেন তিনি। পরে তার পরিবর্তে তানজিম হাসান সাকিবকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। জানা গেছে, ইবাদতের পুনর্বাসনের জন্য কমপক্ষে ৬ মাস সময় লাগতে পারে। ফলে এক মাস পর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই।