এসএসএফের মহাপরিচালক (ডিজি) আলী হোসেনকে আশ্রয় দেওয়ার অভিযোগটি মিথ্যা, জানাল প্রেস উইং

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০৫:২৮ অপরাহ্ণ   |   ৬৫৯ বার পঠিত
এসএসএফের মহাপরিচালক (ডিজি) আলী হোসেনকে আশ্রয় দেওয়ার অভিযোগটি মিথ্যা, জানাল প্রেস উইং

ঢাকা প্রেস নিউজ

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি করা হচ্ছে যে, অপরাধে অভিযুক্ত গার্মেন্টস কারখানার মালিক আলী হোসেনকে এসএসএফের মহাপরিচালক তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন। তবে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে।
 

শনিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
 

এসএসএফের একজন মুখপাত্রের বরাত দিয়ে তিনি জানান, ফেসবুকে ছড়ানো পোস্টগুলিতে দাবি করা হয়েছে যে, ডিজি এসএসএফ অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন, কিন্তু এটি একেবারেই মিথ্যা।
 

মুখপাত্র আরও জানান, আলী হোসেন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানার মালিক হিসেবে ডিজির ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন এবং তার সঙ্গে বৈধ স্ট্যাম্পে একটি ভাড়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
 

বিবৃতিতে আরো বলা হয়, "ডিজির বাসায় কোনো অপরাধীকে আশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।" ১৮ জানুয়ারি রাত ৩টা ৪৫ মিনিটে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসে, তখন ডিজি তাকে ধরে নিয়ে যেতে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলেন।
 

এসএসএফের মুখপাত্র দাবী করেন, ফেসবুকে ছড়ানো এসব পোস্ট সম্পূর্ণ মিথ্যা ও বিকৃত, যা কোনো ধরনের তদন্ত ছাড়াই এসএসএফ, ডিজি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি একটি দায়িত্বজ্ঞানহীন কাজ।