রাজশাহীর চারঘাটে পারিবারিক বিরোধের জেরে বোন জামাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেছে শ্যালক অনিক হাসান হৃদয়ের (২৫)। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন—কাবুল উদ্দিন (৩৮), তার ভাই বিপ্লব (২২), স্ত্রী মুন্নী বেগম (৩২), আব্দুল মান্না (২৫) ও মেহেরুন্নেসা (৩৫)। সবার বাড়ি উপজেলার মোক্তারপুর আন্ধারীপাড়ায়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
ঘটনাটি ঘটেছে রোববার ভোররাতে চারঘাট উপজেলার বাবুপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবর আলী শুকটা ও রাজু আহমেদকে আটক করেছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার ভোরে মিঠুন আলী ফোন করে তার শ্যালক কাবুল উদ্দিনকে জানান, “তোর বোন মরে গেছে, লাশ নিয়ে যা।” খবর পেয়ে কাবুল উদ্দিন, বিপ্লব, মুন্নী বেগম, আব্দুল মান্না, মেহেরুন্নেসাসহ কয়েকজন আত্মীয় দ্রুত মিঠুনের বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান, রেখাকে মারধর করা হয়েছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে মিঠুন, রকি, রাজু, লিখনসহ কয়েকজন মিলে লাঠি ও ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় ধারালো অস্ত্রের আঘাতে অনিক হাসান হৃদয় মারাত্মক আহত হন। দ্রুত তাকে রামেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অন্য আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।