ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানিতে চাকরি

প্রকাশকালঃ ০৭ জুন ২০২৩ ০৩:৪৩ অপরাহ্ণ ১১৩ বার পঠিত
ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানিতে চাকরি

লেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: উপব্যবস্থাপক (এইচআরএম/প্রশাসন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ৫–এর স্কেলে ন্যূনতম ৩ এবং ৪–এর স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/প্রশাসন) /সমপদে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
মূল বেতন: ৭০,০০০ টাকা। বাড়িভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

২. পদের নাম: ক্রেন অপারেটর (গ্রেড–৪)
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি/সমমান পাস। ক্রেন/হেভি ভেহিকেল চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং/অপারেটিং লাইসেন্সধারী।
বয়স: ১৮–৪৫ বছর
মূল বেতন: ১৫,৫০০ টাকা। বাড়ি ভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।


৩. পদের নাম: টেকনিক্যাল অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১০
যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
বয়স: ১৮-৩০ বছর
মূল বেতন: ১৪,৫০০ টাকা। বাড়ি ভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

৪. পদের নাম: স্টোর হেলপার
পদসংখ্যা: ৬
যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
বয়স: ১৮-৩০ বছর
মূল বেতন: ১৪,৫০০ টাকা। বাড়ি ভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।


যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: ১ নম্বর পদের জন্য সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের জন্য মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ব্রাহ্মনবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, খুলনা, মাগুড়া, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

৩ ও ৪ নম্বর পদের জন্য নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, নাটোর, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী সব পদে আবেদন করতে পারবেন।


বয়সসীমা
২ থেকে ৪ নম্বর পদের জন্য বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। সব পদে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারিত হবে। ইজিসিবিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

চাকরির ধরন ও শর্ত
প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। সন্তোষজনক কর্মসম্পাদনের ভিত্তিতে চাকরির চুক্তি পর্যায়ক্রমে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য। নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের ইজিসিবিতে কমপক্ষে পাঁচ বছর চাকরি করার শর্ত আরোপ করা হতে পারে। সে ক্ষেত্রে বন্ড নেওয়াসহ সব শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট পাঁচ বছরের জন্য জমা নেওয়া হতে পারে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবলিংক বা ইজিসিবির ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৩ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৩, বিকেল চারটা পর্যন্ত।