তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ জানুয়ারি ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ   |   ৬৩৫ বার পঠিত
তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যুব সমাজকে নিয়ে নৈতিকতার অবক্ষয় রোধকল্পে যুব সমাজের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার যুব ভবন মিলনায়তনে জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম -সেবা ও জেলায় দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাব্বি। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।
যুব সমাজের উদ্দেশ্য, নীতি-নৈতিকতা ও নৈতিকতার অবক্ষয় রোধকল্পে যুব সমাজের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন এবং কয়েকটি প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আব্দুল মান্নান জানান, আজকে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। কোর্সগুলো হলো- কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং, ইলেকট্রনিক্স, আর এ সি, পোষাক তৈরী, মৎস্য চাষ ও ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং।