জাতীয় মানবাধিকার কমিশন: মেধা ও কোটার মধ্যে যথার্থ সমন্বয় চান

প্রকাশকালঃ ১২ জুলাই ২০২৪ ০১:২৮ পূর্বাহ্ণ ৫৯৪ বার পঠিত
জাতীয় মানবাধিকার কমিশন: মেধা ও কোটার মধ্যে যথার্থ সমন্বয় চান

ঢাকা প্রেস


জাতীয় মানবাধিকার কমিশন (জামাকা) মেধাভিত্তিক জাতীয় সংস্কৃতি গড়ে তোলার জন্য কোটার ব্যাপারে যথার্থ সমন্বয় ও সামঞ্জস্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। একইসাথে, সরকারি চাকরির কোটা নিয়ে আপিল বিভাগের রায় মেনে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্যও তারা আহ্বান জানিয়েছে।

 

বৃহস্পতিবার জামাকার এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে জামাকা চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেছেন, "সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয় বিবেচনা করে যে রায় দিয়েছে তা এই সংকট সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নির্দেশনা আমাদের পূর্ণ আস্থা ও শ্রদ্ধাযোগ্য, এবং এটি উদ্ভূত সমস্যা সমাধানের আশা জাগ্রত করে।"
 

সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়া, উপযুক্ত শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং জনগণের ভোগান্তি দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
 

জামাকা বিশ্বাস করে যে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি ন্যায্য ও সুষ্ঠু ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সকলের অধিকার ও সুযোগ নিশ্চিত করা সম্ভব।