 
                            
ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার গফরগাঁও-বরমী সড়কের বড় মৃধাবাড়ি মোড় এলাকায় ঘটে।
 
গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়াম আহম্মেদ উপজেলার কান্দিপাড়া গ্রামের শামীম শেখের ছেলে এবং ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
 
ওসি শিবিরুল জানান, সিয়াম মোটরসাইকেলে করে বাড়ির পথে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে বড় মৃধাবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিয়াম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন, আর অটোরিকশার দুই যাত্রীও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি শিবিরুল।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    