দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা: নুর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫২ অপরাহ্ণ   |   ৬৮ বার পঠিত
দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা: নুর

ঢাকা প্রেস,নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল-অবরোধ ও লিফলেট বিতরণ করবে? তারা রাস্তায় নামলে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা মাঠে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। গণঅভ্যুত্থানকে ব্যবহার করে যদি কেউ লুটপাটের উদ্দেশ্যে দেশকে নিজের সম্পত্তি মনে করে, তবে সেটাও ভুল হবে। শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, তার প্রতিক্রিয়াতেই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। নতুন বাংলাদেশ গড়তে নতুন নেতৃত্ব ও নতুন রাজনৈতিক ধারা প্রয়োজন। ১৯৭৫ সালের পর থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
 

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। তাই গণঅভ্যুত্থানের পরও যদি কাঙ্ক্ষিত পরিবর্তন না আসে, তবে জনগণ একই ভোগান্তির মধ্যে পড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
 

সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউসার আহমেদ এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমুখ।