টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল, একাদশে যুক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ণ   |   ৬২৪ বার পঠিত
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল, একাদশে যুক্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

ঢাকা প্রেস,ক্রীড়া প্রতিবেদক:-

 

রংপুরের বিপক্ষে ঘরের মাঠে বড় সংগ্রহ দাঁড় করিয়েও জয় পায়নি সিলেট স্ট্রাইকার্স। আজ তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
 

মঙ্গলবার (৭ জানুয়ারি) টস জিতে বরিশাল অধিনায়ক সিলেট স্ট্রাইকার্সকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।
 

বরিশাল একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। প্রীতম কুমারের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
 

অন্যদিকে, সিলেটের একাদশেও দুটি পরিবর্তন হয়েছে। পল স্টার্লিংয়ের জায়গায় দলে এসেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাকিম কর্নওয়েল, এবং নাহিদুজ্জামানের পরিবর্তে খেলবেন রুয়েল মিয়া।
 

সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, রাকিম কর্নওয়েল, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, জাকের আলি, রনি তালুকদার, অ্যারন জোন্স, আল আমিন হোসেন, রুয়েল মিয়া ও রিস টপলি।
 

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও জাহানাব খান।