নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের মৈলকারটেক এলাকায় জমি দখলকে কেন্দ্র করে এক পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে মৈলকারটেক গনকবাড়ী এলাকায় সাদেক (৫৩) নামের এক ব্যক্তির নিজ দখলকৃত জমিতে জোরপূর্বক বাঁশের বেড়া নির্মাণ করতে যায় প্রতিপক্ষ। এতে বাধা দিলে সাদিপুর ইউনিয়ন পরিষদের বি এন পি নেতা বিবাদী আব্দুর নূর (৫৫), আউয়াল (৪৬), আলাদিন (২৩)সহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়।
হামলায় সাদেক, তার ভাবি হাজেরা বেগম (৪৮), ভাতিজা সিফাতুল্লাহ (২৩) ও ছোট বোন জামাই মানিক মিয়া (৫১) আহত হন। অভিযোগে বলা হয়েছে, বিবাদীদের হাতে থাকা রামদা, দা, লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা হামলায় হাজেরা বেগমের মাথায় গুরুতর কোপ পড়ে। পরে হামলাকারীরা তার গলার ৮ আনা স্বর্ণের চেইন (মূল্য প্রায় ৮৫ হাজার টাকা) ও কানের দুল (মূল্য প্রায় ৪২ হাজার ৫০০ টাকা) ছিনিয়ে নেয়।
এছাড়া মানিক মিয়াকেও ধারালো দা দিয়ে কোপ মারলে কপালে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি রক্তাক্ত হন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে এবং তারা ৫ ই আগস্টের পর থেকে আব্দুর নূর জমি দখল করার জন্য নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে এবং বি এন পি বলে বলে প্রভাব খাটিয়ে আমাদের উপর অত্যাচার করছে। এদিকে তার ছেলে আলাদিন দীর্ঘদিন যাবত অত্র এলাকায় মাদক ব্যবসা করছে এবং তার সাথে থাকা দলবল নিয়ে আমাদের বাসায় ১৪-১৫ টা মোটরসাইকেল নিয়ে আমাদের হুমকি দিয়ে গেছে।এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বিরোধ হয়েছে। এখন আমাদের দাবী আইন প্রশাসন যেনো আমাদের সঠিক নিরাপত্তা দেয়। আমরা এখন প্রাননাশের ভয়ে আছি।
এ বিষয়ে সোনারগাঁও থানার এস আই মোয়াজ্জেম হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।