পাকিস্তান থেকে চিনি ও আলুসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৬ অপরাহ্ণ   |   ১৭০ বার পঠিত
পাকিস্তান থেকে চিনি ও আলুসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ

ঢাকা প্রেস নিউজ


পাকিস্তান থেকে চিনি ও আলুসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ইউয়ান জিয়াং ফা ঝং নামের একটি জাহাজ। এটি দুবাই-করাচি-চট্টগ্রাম রুটের প্রথম জাহাজ এবং জানা গেছে, দ্বিতীয় যাত্রায় এটি আগের চেয়ে দ্বিগুণেরও বেশি কনটেইনার নিয়ে এসেছে।

 

জাহাজটি শুক্রবার, ২০ ডিসেম্বর, বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। তবে কনটেইনার খালাস ও খালি কনটেইনার লোড করার জন্য ২২ ডিসেম্বর বিকেলে এটি চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ভিড়বে।
 

জানা গেছে, এবারের যাত্রায় জাহাজটি ৭৮০টি বক্সে ৮২৫ টিইইউ’স (২০ ফুট দীর্ঘ হিসেবে) কনটেইনার নিয়ে এসেছে। এর মধ্যে ১০৫টি বক্স দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে এবং ৬৭৮টি বক্স পাকিস্তানের করাচি বন্দর থেকে তোলা হয়েছে। কনটেইনারগুলোতে চিনি, সোডা অ্যাশ, ডেনিম ফেব্রিক, সুতো, ডলোমাইট, শুঁটকি মাছ, ইউপিএস, আলু ও অন্যান্য পণ্য রয়েছে।
 

জাহাজটির লোকাল এজেন্ট রিজেনসি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানান, ২২ ডিসেম্বর বিকেলে জাহাজটি এনসিটি জেটিতে এসে কনটেইনার খালাস করবে এবং এরপর আবার বন্দরের বাইরে চলে যাবে।
 

শিপিং এজেন্ট ও আমদানিকারকরা মনে করছেন, দুবাই-করাচি-চট্টগ্রাম রুটে সরাসরি কনটেইনার জাহাজ চালু হওয়ায় ভাড়া ও সময় উভয়ই সাশ্রয় হচ্ছে। এতে এই রুটে আমদানি ও রপ্তানিকারকদের আগ্রহ বাড়ছে।
 

এছাড়া, লোকাল এজেন্ট ও প্রিন্সিপাল আরও একটি নতুন জাহাজ এই রুটে চালুর পরিকল্পনা করছে।