রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করলেন ড. ইউনূস

প্রকাশকালঃ ২৮ জানুয়ারি ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ ২৪৭ বার পঠিত
রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করলেন ড. ইউনূস

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘনের মামলার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন। রোববার (২৮ জানুয়ারি) সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেন তিনি।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্রম আদালতের রায় অসাংবিধানিক ও অবৈধ। তাই আমরা আপিলের মাধ্যমে রায় বাতিল করে খালাস চাইছি।

আপিলে ড. ইউনূসসহ অপর তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো অমূলক ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এছাড়াও, শ্রম আদালতের রায়ের প্রক্রিয়াগত ত্রুটিও তুলে ধরা হয়েছে।       

উল্লেখ্য, গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালত ড. ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে আপিলের শর্তে জামিন পান তিনি।