খাগড়াছড়িতে বিলুপ্তপ্রায় হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০৩:৪৫ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
খাগড়াছড়িতে বিলুপ্তপ্রায় হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার

খাগড়াছড়ি সংবাদদাতা:


খাগড়াছড়ি বন বিভাগ সম্প্রতি বিলুপ্তপ্রায় এক হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার করেছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি বিভাগের বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, সদর এলাকার ভাইবোন ছড়া নামক স্থানে শকুনটির অবস্থানের খবর পাওয়া যায়।

 

খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে দ্রুত অভিযান চালিয়ে শকুনটিকে উদ্ধার করা হয়। পরে শকুনটি নিরাপদে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আনা হয়। বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, শকুনটির যত্ন নেওয়ার পর এটি প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
 

উদ্ধারকাজের সময় খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় বন কর্মকর্তা নিজে উপস্থিত থেকে উদ্ধারকৃত হিমালয়ান গ্রীফন শকুনটিকে প্রকৃতিতে অবমুক্ত করেন।