হোমনায় পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ আগu ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ   |   ৫৯ বার পঠিত
হোমনায় পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার

কাওসার সরকার, বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-

 

কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) রঘুনাথপুর ও ঝগড়ারচর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহতরা হলেন—ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে কবির হোসেন (৭০) এবং দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইজুদ্দিন (৩৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন কবির হোসেন। পরদিন দুপুরে রঘুনাথপুর বিলের একটি ভাসমান কোষা নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মানসিক রোগ ও হৃদরোগে ভুগছিলেন।

 

অন্যদিকে বিকেলে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাইজুদ্দিনকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়দের মতে, সাইজুদ্দিনও দীর্ঘদিন মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

 

একই দিনে দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “দুজনই মানসিক রোগে ভুগছিলেন। কবির হোসেন হৃদরোগীও ছিলেন। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”