৪ নেতা গ্রেপ্তার জামায়াতের কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে

প্রকাশকালঃ ২৯ মে ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ ৮৪ বার পঠিত
৪ নেতা গ্রেপ্তার জামায়াতের কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে

বিক্ষোভ কর্মসূচির অনুমতি চাইতে ডিএমপি কার্যালয়ে যাওয়ার পর সেখান থেকে চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি জামায়াতের। সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনার ডিএমপি পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আবেদন জমা দিতে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধিদল।


জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া।

এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন বলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিটংয়ে আছি। গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে এডিসির কাছ থেকে তথ্য নিতে বলেন তিনি। পরে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তিকে একাধিক বার ফোন দিলেনও তিনি রিসিভ করেননি।