প্রধান বিচারপতির বাড়িতে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে রুলের শুনানি হবে আগামী রোববার।বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই দিন ধার্য করেন।এদিন সকালে জামিন শুনানির জন্য আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। পরে শুনানির এই দিন নির্ধারণ করেন আদালত।
এর আগে ৭ ডিসেম্বর মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। গত ৩ ডিসেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন ফখরুল ইসলাম আলমগীর।২৮ অক্টোবর বিএনপির সমাবেশকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়। পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুলসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।