মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সড়কে গাছ ফেলে গাড়ি থামানোর পর মুখোশধারী কয়েকজন রামদা হাতে দৌড়ে আসছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেট কার নজরপুর এলাকায় পৌঁছালে চালক রাস্তায় পড়ে থাকা গাছ দেখতে পান। গাড়ি রিভার্স করার সঙ্গে সঙ্গে কয়েকজন মুখ ঢাকা ব্যক্তি রামদা হাতে গাড়ির দিকে ছুটে আসে। চালক দ্রুত গাড়ি পেছনে সরিয়ে ফেলেন। প্রায় এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি এভাবেই শেষ হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, রহনপুর-আড্ডা সড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। রাত ১০টা থেকে ভোর পর্যন্ত এই সড়কটি আতঙ্কের এলাকায় পরিণত হয়। কিছুদিন আগে একটি বিয়ের গাড়িতে ডাকাতি চালিয়ে স্বর্ণালংকার লুট হওয়ার ঘটনাও ঘটে। এলাকাবাসী দাবি করেছেন, সড়কে একটি স্থায়ী পুলিশ বক্স ও চেকপোস্ট স্থাপন করা হোক।
রফিকুল ইসলাম নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, “রাতে এই সড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণ। পুলিশ নামমাত্র টহল দেয়। চেকপোস্ট থাকলে অনেকটা নিরাপত্তা নিশ্চিত করা যেত।”
অন্য এক স্থানীয় বাসিন্দা বলেন, “গোমস্তাপুর থানার মাত্র একটি টহল গাড়ি আছে। যে সড়কে টহল দেয়, তার বিপরীত সড়কে ডাকাতি ঘটে। তাই রহনপুর-আড্ডা সড়কে দ্রুত পুলিশ বক্সের প্রয়োজন।”
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম. ওয়াসিম ফিরোজ জানান, ওই সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সিভিল পোশাকেও পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলছে।
গোমস্তাপুর থানার ওসি মো. ওয়াদুদ আলম বলেন, “ঘটনাটি ১৭ সেপ্টেম্বর রাতে ঘটেছে। অভিযোগ না এলেও ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ওই সড়কে পুলিশের ডিউটির সময় বাড়ানো হয়েছে। এখন ভোর ৫টা পর্যন্ত টহল দেওয়া হচ্ছে।”