ক্রীড়া প্রতিবেদক:-
ঢাকায় চার দিনের প্রস্তুতি গতকাল সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের মূল প্রস্তুতি নিতে আজ সৌদি আরব যাচ্ছেন জামাল ভূঁইয়া, তপু বর্মণরা।
বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সেখানে গিয়ে দু-একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। ১৭ মার্চ সৌদি আরব থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে লাল-সবুজের দলটির। এরপর ২০ মার্চ শিলংয়ে পুরো দল নিয়ে রওনা হবে তারা।
ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বড় আকর্ষণ হলেন হামজা চৌধুরী। ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার ১৭ মার্চ বাংলাদেশে আসবেন। সেদিন সরাসরি সিলেটের হবিগঞ্জে তাঁর পৈতৃক বাড়িতে একদিন থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। পরদিন জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন হামজা।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্ডারের আগমন নিয়ে বেশ কয়েকদিন ধরে কাজ করছে বাফুফে। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা হামজার ম্যাচ দেখার জন্য তাঁর পুরো পরিবার শিলংয়ের গ্যালারিতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।